বিআরডিবি নির্বাচন
ফরিদগঞ্জে যুবদল নেতার কাছে বিপুল ব্যবধানে হারলেন বিএনপি নেতা আব্দুল খালেক
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০১
ছবি : বাংলাদেশের খবর
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (বিআরডিবি) ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুর কাছে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে ১৯৮ জন ভোটারের মধ্যে ১৭৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনায় জাহাঙ্গীর আলম নান্টু ছাতা প্রতীকে ১০৭ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে, আব্দুল খালেক পাটওয়ারী চেয়ার প্রতীকে পেয়েছেন ৬৮ ভোট। নান্টু ৩৯ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।
এর আগে সহ-সভাপতি পদে নুরু নবী মানিক এবং সদস্য পদে মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহমেদ খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিকেল সাড়ে ৩টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম।
বিজয়ী প্রার্থী জাহাঙ্গীর আলম নান্টু বলেন, ‘সমবায়ী সদস্যদের আস্থা ও সমর্থন আমার জন্য বড় প্রেরণা। বিআরডিবির সার্বিক উন্নয়ন ও সদস্যদের স্বার্থ রক্ষায় আমি আন্তরিকভাবে কাজ করব।’
এদিকে, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচন পরিচালনায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সমবায়ীরা।
নূরুল ইসলাম ফরহাদ/এআরএস

