সাপাহার সীমান্তে ১০ হাজার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৯
নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : বাংলাদেশের খবর
নওগাঁর সাপাহার সীমান্তে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটে জেলার সাপাহার থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন আদাতলা বিওপির একটি বিশেষ টহল দল একটি অভিযান পরিচালনা করে। টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেটগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায়। পরে সেগুলো আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে সাপাহার থানায় জমা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত থাকবে।
জাহাঙ্গীর আলম মানিক/এমবি

