Logo

সারাদেশ

বীরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

বীরগঞ্জে আনন্দ মিছিলে বিএনপি নেতার মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন ও দিনাজপুর-১ আসনে দলীয় মনোনীত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন উপলক্ষে আয়োজিত আনন্দ মিছিলে হৃদয়বিদারক এক ঘটনা ঘটেছে। মিছিল চলাকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিএনপি অঙ্গসংগঠনের নেতা শাহজাহান চৌধুরী ইন্তেকাল করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে বীরগঞ্জে এই আনন্দ র‍্যালিতে অংশ নেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরহুম শাহজাহান চৌধুরী বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের বাসিন্দা ছিলেন। তিনি বিএনপির অঙ্গসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতিদল বীরগঞ্জ শাখার যুগ্ম আহ্বায়ক, কৃষকদল বীরগঞ্জ শাখার সদস্য এবং জিয়া সাইবার ফোর্স বীরগঞ্জের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেন। দলের বিভিন্ন কর্মকাণ্ডে তার সক্রিয় ভূমিকা ছিল সুপরিচিত।

প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে দ্রুত সহায়তার চেষ্টা করা হলেও কোনো ফল হয়নি। রাজপথেই তার জীবনাবসান ঘটে, যা উপস্থিত নেতা-কর্মীদের মর্মাহত করে।

তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দলীয় নেতৃবৃন্দ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর