তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ইতিহাসের বরপুত্রের আগমন : প্রিন্স
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৫৮
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহ-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঢাকায় কোটি জনতার এক ঐতিহাসিক মহামিলন ঘটবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে হালুয়াঘাট উপজেলার সদর ইউনিয়নের মনিকুড়া গ্রামে বিএনপিতে ব্যাপক যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দৌলদ ভূঁইয়া, ইসমাইল ভূঁইয়া, শিক্ষক মঞ্জুরুল হক বিএসসি, মুক্তিযুদ্ধের প্রজন্ম আব্দুর রউফসহ দুই শতাধিক সাধারণ নারী-পুরুষ, যুবক ও শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
প্রিন্স বলেন, ‘তারেক রহমানের প্রত্যাবর্তন কেবল একজন ব্যক্তির দেশে ফেরা নয়, ফ্যাসিবাদী শাসনে নির্বাসিত একজন মজলুম নেতার ঘরে ফেরা। এর পেছনে লুকিয়ে আছে একটি জাতির দীর্ঘশ্বাস, কষ্ট, ত্যাগ ও মরণপণ সংগ্রামের ইতিহাস।’
তিনি আরও বলেন, ‘বছরের পর বছর মিথ্যা মামলা, রাজনৈতিক প্রতিহিংসা ও রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়ে তাকে প্রবাসে থাকতে বাধ্য করা হয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসা ও গণঅভ্যুত্থানের শক্তিতে সেই জুলুমের দেয়াল আজ ভেঙে পড়েছে। এই প্রত্যাবর্তন প্রমাণ করে জুলুম কখনো চিরস্থায়ী হয় না, মজলুমের জয় অনিবার্য।’
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর।
যোগদানকারীদের পক্ষ থেকে বক্তারা দল ও নেতৃত্বের প্রতি আস্থা ব্যক্ত করে সংগঠিত ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
এআরএস

