দেবিদ্বারে অবৈধ ইটভাটা উচ্ছেদ, ৮ লাখ টাকা জরিমানা
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:০৩
ছবি : বাংলাদেশের খবর
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও আইন বাস্তবায়নের অংশ হিসেবে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান চালানো হয়েছে। অভিযানে দুইটি ইটভাটা উচ্ছেদ করা হয় এবং মোট আট লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, কুমিল্লার যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
কালিকাপুর এলাকার ‘এম এম ব্রিকস’ নামক একটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ লাখ টাকা জরিমানা ধার্য করা হয় ও তা নগদ আদায় করা হয়। একই সঙ্গে কাঁচা ইট ধ্বংস ও চুল্লি (কিলন) ভেঙে কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।
অপরদিকে, ঢালকরপাড়া, জাফরগঞ্জ এলাকার ‘সনি ব্রিকস’ নামক ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। সেখানেও একইভাবে কাঁচা ইট ধ্বংস ও চুল্লি ভেঙে স্থায়ীভাবে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
দেবিদ্বার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, যিনি মোবাইল কোর্টে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন, বলেন, ‘নিষিদ্ধ এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী জরিমানা ও উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।’
অভিযানে পরিবেশ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. রায়হান মোর্শেদ প্রসিকিউশনের দায়িত্ব পালন করেন। পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও স্থানীয় থানা পুলিশের সদস্যরা সহায়তা প্রদান করেন।
সোহাইবুল ইসলাম সোহাগ/এআরএস

