Logo

সারাদেশ

ফেনীর পরশুরামে শহীদ ওসমান হাদির স্মরণে সভা-দোয়া

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

ফেনীর পরশুরামে শহীদ ওসমান হাদির স্মরণে সভা-দোয়া

ছবি : বাংলাদেশের খবর

ফেনীর পরশুরামে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকালে উপজেলা নাগরিক কমিটির আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠান হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরশুরাম উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পরশুরাম পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার, উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জয়নাল আবেদীন, পরশুরাম প্রেসক্লাবের সভাপতি এম. এ. হাসান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি এনামুল কাউসার, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলাম, উপজেলা জাতীয় ইমাম মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি আমিনুল ইসলাম, পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেন, শহীদ ইকরাম হোসেন কাউসারের ছোট ভাই ইমরান হোসেন ফারুক, স্বেচ্ছাসেবী সংগঠন মিশন হেল্প ফাউন্ডেশনের সভাপতি ইমাম হোসেন সজিব, ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির সহ-সংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি প্রমুখ।

বক্তারা বলেন, ‘বিপ্লবীর মৃত্যু ঘরের মধ্যে হতে পারে না, তার মৃত্যু হবে রাজপথে গৌরবের মৃত্যু—এটি ওসমান হাদির স্বপ্ন ছিল।’ তারা শহীদ হাদির আদর্শ ও চেতনা ধারণ করে ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ়তা প্রকাশ করেন।

অনুষ্ঠানে শহীদ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পরশুরাম ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি হুমায়ুন কবির নোমানী।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর