Logo

সারাদেশ

গোপালগঞ্জে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:২০

গোপালগঞ্জে নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

নাশকতার মামলায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদার (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার পশ্চিমপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহামুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাপস হালদারকে পয়সারহাট-গোপালগঞ্জ আঞ্চলিক সড়কের ওয়াবদার হাট এলাকায় নাশকতা সৃষ্টির মামলার সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

তাপস হালদার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এবং উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমারকান্দি গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে।

উল্লেখ্য, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জ আগমন ঠেকাতে ওই সড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনায় জনমনে ভীতি সৃষ্টি ও যান চলাচলে বাধার অভিযোগ ওঠে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা সাদ্দাম হোসেন বলেন, এই মামলায় এখন পর্যন্ত ১১৬ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তাপস হালদারকে অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পলাশ শিকদার/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিষিদ্ধ ছাত্রলীগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর