Logo

সারাদেশ

অবরোধের পর লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের জন্য মিলল বিশেষ ট্রেন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৩৪

অবরোধের পর লালমনিরহাটে বিএনপি নেতাকর্মীদের জন্য মিলল বিশেষ ট্রেন

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় অনুষ্ঠেয় সমাবেশে নেতাকর্মীদের যাতায়াতের সুবিধার্থে অবশেষে বিশেষ ট্রেন বরাদ্দ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে বিশেষ ট্রেনের দাবিতে লালমনিরহাট রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে লালমনি এক্সপ্রেস ট্রেন সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে রাজধানীর উদ্দেশে রওনা দেয়।

জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমান দেশে ফিরছেন। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর রাতে লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি বিশেষ ট্রেন বরাদ্দ চেয়ে গত ১৯ ডিসেম্বর রেলভবনে আবেদন করেছিল জেলা বিএনপি। সোমবার রাতে রেল কর্তৃপক্ষ সেই আবেদন নাকচ করলে নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন।

মঙ্গলবার সকালে তারা রেলস্টেশনের লাইন অবরোধ করে লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সামনে শুয়ে পড়েন। ট্রেনটি নির্ধারিত সময়ে ছাড়তে না পারায় রেলওয়ে যাত্রীদের টাকা ফেরত দিতে বাধ্য হয়।

পরবর্তীতে রেলওয়ের বিভাগীয় ম্যানেজার অবরোধকারীদের সঙ্গে আলোচনায় বসেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে পুনরায় বিশেষ ট্রেনের আবেদন রেলভবনে পাঠান। ২৪ ডিসেম্বর বিশেষ ট্রেন দেওয়ার আশ্বাস দিলে বিকেল ৩টায় অবরোধ তুলে নেওয়া হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার বলেন, অবরোধের কারণে লালমনি এক্সপ্রেস ট্রেন সাড়ে পাঁচ ঘণ্টা দেরিতে ছাড়ে।

রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল তারেক রহমান বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর