Logo

সারাদেশ

তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে ঢাকায় যাবেন বিএনপির ৫ লাখ নেতাকর্মী

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪০

তারেক রহমানকে স্বাগত জানাতে বরিশাল থেকে ঢাকায় যাবেন বিএনপির ৫ লাখ নেতাকর্মী

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর লক্ষ্যে পূর্ণ প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ জন্য দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ও সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এরই মধ্যে চলছে ব্যস্ত প্রস্তুতি। দক্ষিণাঞ্চলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। তাদের প্রত্যাশা, তারেক রহমানের দেশে ফেরার মধ্য দিয়ে ভোটের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে।

উজিরপুর উপজেলার বই ব্যবসায়ী লিটন ফকির বলেন, ‘তৃণমূলে আগে কিছু সংশয় ছিল, এখন তা কাটছে। নেতাকর্মীদের মধ্যে নতুন শক্তি সৃষ্টি হয়েছে।’

দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। স্থানীয় নেতারা দাবি করছেন, বরিশাল বিভাগ থেকেই সবচেয়ে বেশি মানুষ অংশ নেবেন।

বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন, ‘আমাদের উপজেলা থেকেই ১৫ থেকে ২০ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।’

বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন বলেন, ‘বরিশাল বিভাগ থেকে অন্তত পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় যাবেন। তারা সড়ক ও নৌপথে যাবেন।’

বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহিন জানান, ‘জেলা থেকে চারটি লঞ্চ ও ২০টি বাসের ব্যবস্থা করা হয়েছে। ব্যক্তিগত উদ্যোগেও হাজার হাজার নেতাকর্মী রওনা হয়েছেন। মহানগর বিএনপির পক্ষ থেকে আরও দুটি লঞ্চ যাবে।’

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৮ সাল থেকে রাজনৈতিক আশ্রয়ে লন্ডনে অবস্থান করছেন। আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি ঢাকায় ফিরছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর