পলাশে তাঁতশ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৪
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীর পলাশ উপজেলার একটি তাঁত কারখানার শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামের একটি তাঁত কারখানার পাশের রাস্তা থেকে মরদেহটি পাওয়া যায়।
নিহত এমরান মিয়া ওই গ্রামের আমির ইসলামের ছেলে ছিলেন। তিনি স্থানীয় মোস্তফার মালিকানাধীন তাঁত কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে নাইট ডিউটিতে থাকা অবস্থায় আনুমানিক তিনটার দিকে এমরান কারখানা থেকে বের হয়ে যান এবং আর ফিরে আসেননি। ভোরে কারখানার অন্য এক শ্রমিক রাস্তার পাশে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের জানান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ‘প্রাথমিকভাবে নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে এবং দোষীদের গ্রেপ্তারে কাজ করা হচ্ছে।’
বেলায়েত হোসেন/এআরএস

