নিয়ামতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
ছবি : প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর সাব-রেজিস্ট্রি অফিসের এক নারী কর্মীর ঘুষ নেওয়ার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। গতকাল (২৩ ডিসেম্বর) রাতে ছড়িয়ে পড়া ৩ সেকেন্ডের ভিডিওতে কৌশলে ঘুষের অর্থ লেনদেন করতে দেখা যায়। অফিসের কেরানি কামরুন নাহারের টাকা গ্রহণের ভিডিও ভাইরাল হওয়ায় এলাকাজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও সেবাগ্রহীতাদের অভিযোগ, দলিল নিবন্ধনসহ বিভিন্ন সেবা নিতে গিয়ে সরকার নির্ধারিত ফি পরিশোধের পরও অতিরিক্ত অর্থ দিতে হচ্ছে। টাকা না দিলে কাজ বিলম্বিত করা হয় কিংবা নানা অজুহাতে ফাইল আটকে রাখা হয়। ফলে হয়রানি এড়াতে অনেকেই বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিতে সম্মত হন।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কেরানি কামরুন নাহার সেবাগ্রহীতাদের কাছ থেকে প্রকাশ্যেই নগদ অর্থ গ্রহণ করছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের অভিযোগ আরও জোরালো হয়েছে। তাঁদের ভাষ্য, এই অফিসে টাকা ছাড়া কোনো কাজ এগোয় না এবং একটি নির্দিষ্ট চক্র দীর্ঘদিন ধরে এমন অনিয়ম চালিয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা বলেন, আমরা সরকারি ফি দিয়েই কাজ করতে আসি। কিন্তু এখানে নিয়ম মানার চেয়ে টাকা দেওয়াটাই যেন বেশি জরুরি।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কেরানি কামরুন নাহার বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়। তিনি দাবি করেন, ভিডিওটি বিভ্রান্তিকর। তবে ভিডিওতে দেখা দৃশ্যের বিষয়ে তিনি বিস্তারিত কোনো ব্যাখ্যা দেননি।
এদিকে বিষয়টি নিয়ে সাব-রেজিস্ট্রারের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফলে অফিসের ভেতরে প্রকাশ্যে ঘটে যাওয়া এসব অনিয়মে কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এম এ রাজ্জাক/আইএইচ

