Logo

সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বগুড়া থেকে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল

Icon

জুয়েল হাসান, বগুড়া

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:২৯

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন : বগুড়া থেকে ঢাকামুখী নেতাকর্মীদের ঢল

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উৎসবের পরিবেশ বিরাজ করছে তার পৈতৃক জেলা বগুড়ায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন করবেন। এই উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়া জেলাজুড়ে ব্যাপক প্রস্তুতি ও আনন্দের আবেশ লক্ষ্য করা যাচ্ছে।

বগুড়া জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নেতাকে বরণ করতে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। জেলা থেকে ইতোমধ্যে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক বাস, ট্রেন ও ব্যক্তিগত গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হতে শুরু করেছেন।

জানা যায়, শুধুমাত্র বগুড়া জেলা থেকেই লক্ষাধিক মানুষ এই সংবর্ধনা কর্মসূচিতে যোগ দিতে ঢাকা যাচ্ছেন। জেলা বিএনপির পক্ষ থেকে অন্তত ৩০০টি বড় বাস এবং ২০০টি হাইস (মাইক্রোবাস) প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপজেলা পর্যায় থেকে আলাদাভাবে আরও নেতাকর্মীরা যাত্রা করছেন।

বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান জানান, বুধবার সকাল ১০টায় তাদের পক্ষ থেকে ৩৫০টি গাড়ি রওনা দেয়। এর মধ্যে ১০০টি বাস এবং ২৫০টি হাইস ও মাইক্রোবাস রয়েছে। শুধু ছাত্রদলেরই প্রায় ১৫ হাজার কর্মী অংশ নিচ্ছেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, যুবদলের পক্ষ থেকে ৪০০টির বেশি গাড়িতে স্টিকার দেয়া হয়েছে। তাদের প্রায় ৪০ হাজার নেতাকর্মী ঢাকায় যাচ্ছেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ জানান, বগুড়ার ১২ উপজেলা থেকে আনুমানিক ২৫ হাজার নেতাকর্মীর জন্য ২০টি বাস ও ১০০টি হাইস-মাইক্রোবাসের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, বিমানবন্দর থেকে নয়াপল্টন পর্যন্ত রাস্তা তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজানো হচ্ছে। বগুড়া থেকে আগতদের অবস্থান ও যাতায়াত ব্যবস্থাপনায় কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সমন্বয় করছে জেলা বিএনপি।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, ‘তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন আমাদের জন্য একটি ঐতিহাসিক ও আবেগঘন অধ্যায়। তিনি বগুড়া সদর আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেবেন, এটি আমাদের জন্য গর্বের। আমরা সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রেখে এই সংবর্ধনা সফল করব।’

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী সালাম বলেন, ‘প্রত্যেক ইউনিটে অভূতপূর্ব স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে। প্রিয় নেতাকে রাজকীয় সংবর্ধনা দিতে সবাই উদগ্রীব।’

কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা বিএনপি কঠোর নির্দেশনা দিয়েছে এবং যানজট ও জনদুর্ভোগ এড়াতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে বলে জানানো হয়।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর