Logo

সারাদেশ

নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

নওগাঁয় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

নওগাঁর বাইপাস সড়কে সড়ক দুর্ঘটনায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এতে কয়েকজন যাত্রীও গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেল চারটার দিকে ওই সড়কে একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ ঘটে। সংঘর্ষে অটোরিকশার চালক ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় অটোরিকশায় কয়েকজন যাত্রী ছিলেন। চালক নিহত হওয়ার পাশাপাশি যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের অবস্থা আশঙ্কাজনক।

নওগাঁ সদর মডেল থানার ওসি নিয়ামুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এম এ রাজ্জাক/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর