Logo

সারাদেশ

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ বোতল বিদেশি মদ জব্দ

Icon

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০

সাতক্ষীরায় কোস্ট গার্ডের অভিযানে ৫০ বোতল বিদেশি মদ জব্দ

ছবি : বাংলাদেশের খবর

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৭৫ হাজার টাকা মূল্যের ৫০ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। তবে মাদককারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসীন বুধবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী সাতক্ষীরার শ্যামনগর থানাধীন চুনকুড়ি খালে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে উক্ত এলাকা তল্লাশি করে ৫০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৭৫ হাজার টাকা।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা এলাকা থেকে পালিয়ে যায় বলে তিনি জানান। এ কারণে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত মদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়।

লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আবদুল কাদের/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর