Logo

সারাদেশ

কুয়াশা-শীতে বিপর্যস্ত তিস্তাপাড়ের জীবন, ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু-বৃদ্ধরা

Icon

রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৫

কুয়াশা-শীতে বিপর্যস্ত তিস্তাপাড়ের জীবন, ঠান্ডাজনিত রোগে ভুগছেন শিশু-বৃদ্ধরা

ছবি : বাংলাদেশের খবর

হঠাৎ জেঁকে বসা শীতে বিপাকে পড়েছেন লালমনিরহাটের তিস্তাপাড়ের মানুষ। প্রচণ্ড ঠান্ডা, ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় দিনমজুর ও খেটে খাওয়া মানুষ নাকাল হয়ে পড়েছেন। কুয়াশার চাদর ভেদ করে দেরিতে সূর্য উঠলেও কমছে না শীতের প্রকোপ।

শীতবস্ত্রের অভাবে অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। জেঁকে বসা কনকনে শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন শিশু ও বয়স্করা। ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে তারা। হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেড়ে চলেছে। শ্রমজীবী মানুষেরাও ঠান্ডার কারণে ঘরের বাইরে কাজে বের হতে পারছেন না।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে লালমনিরহাটে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এই শীতে আদিতমারী, কালীগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রামের খেটে খাওয়া মানুষরা চরম বিপাকে আছেন। দুই-তিন দিন ধরে সকাল থেকে দুপুর পর্যন্ত এবং বিকেল চারটার পর থেকে রাতভর ঘন কুয়াশা পড়ছে। রাত যত গভীর হয়, কুয়াশার মাত্রা তত বাড়তে থাকে।

অন্যদিকে, তিস্তাপাড়ের মানুষের অভিযোগ, কনকনে শীতে দুর্ভোগ থাকলেও এখনো সরকারিভাবে কোনো শীতবস্ত্র না পাওয়ায় তারা হতাশ।

কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, ‘বুধবার সকাল ৬টায় লালমনিরহাটে সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জনদুর্ভোগ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর