Logo

সারাদেশ

বড়দিনের ছুটিতে কুয়াকাটায় নামবে পর্যটকের ঢল

Icon

জাকারিয়া জাহিদ, কলাপাড়া (পটুয়াখালী)

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:০৪

বড়দিনের ছুটিতে কুয়াকাটায় নামবে পর্যটকের ঢল

ছবি : বাংলাদেশের খবর

বড়দিন ও সরকারি তিন দিনের ছুটিকে সামনে রেখে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় প্রস্তুতি প্রায় সম্পন্ন। এ সময়ে প্রায় তিন লাখ পর্যটক আসার আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ইতিমধ্যে বেশিরভাগ হোটেল-মোটেলের বুকিং পূর্ণ হওয়া শুরু হয়েছে।

পর্যটকদের জন্য হোটেল-মোটেল ও পর্যটন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ধুয়ে-মুছে সাজানো হয়েছে। ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে, পর্যটকদের নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সৈকতের ছাতা-বেঞ্চি ব্যবসায়ী মো. ছগির বলেন, ‘তিন দিনের ছুটিতে কুয়াকাটায় প্রচুর পর্যটক আসবে বলে আশা করছি।’

ঝিনুক দোকানি মো. ইয়াসিন বলেন, ‘আগত পর্যটকের সংখ্যা দেখে মনে হচ্ছে, এই তিন দিনে তিন লাখের বেশি পর্যটক আসবে।’

ঢাকা থেকে আসা পর্যটক রুবিনা ও তার স্বামী বলেন, ‘কুয়াকাটায় আমরা প্রথম এসেছি, জায়গাটি ভালো লাগছে। তবে পর্যটন স্পটগুলোর সংযোগ সড়ক আরও উন্নয়ন করা প্রয়োজন।’

কুয়াকাটা হোটেল-মোটেল মালিক এসোসিয়েশনের সভাপতি মো. মোতালেব শরীফ জানান, ‘বড়দিনসহ তিন দিনের ছুটিতে প্রায় সব হোটেলেরই বুকিং আছে। এবার পর্যটন ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন বলে আশা করছি।’

মহিপুর থানার ওসি মো. মহব্বত বলেন, ‘আমরা থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ মিলে পর্যটকদের নিরাপত্তা জোরদার করেছি এবং তাদের সেবায় নিয়োজিত রয়েছি।’

কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক বলেন, ‘তিন দিনের ছুটিতে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটকের সমাগম হবে বলে আমরা মনে করছি। এ জন্য পৌর ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রমণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর