Logo

সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, অবিস্ফোরিত বোমা উদ্ধার

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১২

সীতাকুণ্ডে বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা, অবিস্ফোরিত বোমা উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোররাত আনুমানিক চারটার দিকে মুখোশ পরিহিত একদল দুর্বৃত্ত এই হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাড়ির সামনে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর আরও দুটি পেট্রোল বোমা রেখে দ্রুত পালিয়ে যায়। বিস্ফোরণের তীব্র শব্দে ঘুমন্ত পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। জানালার কাঁচ ভেঙে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ঘটনার পর ৯৯৯-এ যোগাযোগ করলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি অবিস্ফোরিত ককটেল ও দুটি পেট্রোল বোমা (কাচের বোতল) উদ্ধার করে। পরিবারের সদস্যদের দাবি, হামলায় অন্তত ছয় ব্যক্তি জড়িত ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

ভুক্তভোগী পরিবারের দাবি, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাউদ্দিনের পক্ষে রাজনৈতিক তৎপরতার কারণেই এই হামলা চালানো হতে পারে। তবে কারা, কেন এই হামলা চালিয়েছে—তা এখনো নিশ্চিত হয়নি।

ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

মোহাম্মদ জামশেদ আলম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর