Logo

সারাদেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বান্দরবানে বিএনপির মিছিল

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:১৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে বান্দরবানে বিএনপির মিছিল

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে শুভেচ্ছা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান জেলা স্টেডিয়াম থেকে এই মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বান্দরবান প্রেসক্লাবের সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীরা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক ও আশাব্যঞ্জক অধ্যায় সূচিত করেছে। তার নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

তারা আরও বলেন, পাহাড়ি জনপদের মানুষের সুখ-দুঃখে জাবেদ রেজা সবসময় পাশে থাকেন এবং তিনি দলকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এ সময় বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেওয়ার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান নেতাকর্মীরা।

শুভেচ্ছা মিছিলে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন তুষার, আবিদুর রহমান, সদস্য চনুমং, এডভোকেট আলমগীর চৌধুরীসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর