Logo

সারাদেশ

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

Icon

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:২০

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী গণঅধিকার পরিষদের রাশেদ খাঁন

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। ছবি : বাংলাদেশের খবর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদর আংশিক) আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে রাশেদ খাঁন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশেদ খাঁন বলেন, মঙ্গলবার রাতে গুলশানে বিএনপির অফিসে আলোচনায় তাকে ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী হিসেবে নির্বাচিত করা হয়েছে। ওই আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঝিনাইদহ-৪ আসনে নির্বাচনের আগে জনসভা করবেন—এই শর্তে তিনি প্রার্থী হতে রাজি হয়েছেন। বিএনপি শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

গণঅধিকার পরিষদে থাকবেন কিনা জানতে চাইলে রাশেদ খাঁন বলেন, ‘হ্যাঁ, সবই থাকব, আল্লাহ ভরসা।’

ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘জোটগত সিদ্ধান্ত অনুযায়ী ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খাঁন বিএনপি জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন।’

তবে এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন আসলের কিছু বিএনপি নেতাকর্মী। তারা আসনে বিএনপির নিজস্ব কাউকে মনোনয়ন দেওয়ার দাবি জানান। ইতিমধ্যে ফরহাদ নামের এক বিএনপি কর্মী প্রকাশ্যে দল ত্যাগ করে 'কান ধরে' বিএনপি ছাড়ার ঘোষণা দেন, যা এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।

রাশেদ খাঁনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে। জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকে তিনি ঝিনাইদহ-২ আসনে নির্বাচনী প্রচারণা চালালেও শেষ পর্যন্ত সমঝোতার মাধ্যমে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হচ্ছেন।

ঝিনাইদহের মোট ৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত শুধু একটি আসনে বিএনপি প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। বাকি তিন আসনে প্রার্থী ঘোষণা হয়নি।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ বিএনপি ধানের শীষ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর