গৌরনদীতে তামাক কর নীতি চূড়ান্তের দাবিতে মানববন্ধন
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪
ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদী উপজেলার টরকি বন্দরে কর ফাঁকি রোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি ভিত্তিতে শক্তিশালী তামাককর নীতি চূড়ান্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে টরকি বন্দর মুক্তিযোদ্ধা সংসদের সামনে তামাকবিরোধী জোটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সামাজিক সংগঠনের নেতা, সচেতন নাগরিক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা এতে অংশ নেন।
বক্তারা বলেন, তামাক কোম্পানিগুলোর কর ফাঁকির ফলে সরকার রাজস্ব হারাচ্ছে। সস্তায় তামাক পণ্য সহজলভ্য হওয়ায় তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়ছে। তামাকজনিত রোগে প্রতি বছর অনেক মানুষ মারা যায়। কার্যকর করনীতি ও কঠোর বাস্তবায়নের মাধ্যমে তামাক ব্যবহার কমানো সম্ভব। এজন্য দ্রুত শক্তিশালী তামাককর নীতি প্রণয়নের দাবি জানান তারা।
মানববন্ধনে সরকারের প্রতি কর ফাঁকি বন্ধ, তামাকপণ্যের কর বৃদ্ধি ও জনস্বাস্থ্য সুরক্ষায় জরুরি পদক্ষেপের আহ্বান জানানো হয়।
উপস্থিত ছিলেন টিপিডিও’র মোহাম্মদ আলী বাবু, সুজন শরীফ, সুমন দাস, মিজান সরদার, চুন্নু সরদার, আরেফিন রিয়াদ, খায়রুল ইসলাম, সালাউদ্দিন কাদের প্রমুখ।
এআরএস

