জয়পুরহাটে বন গবেষণা ইনস্টিটিউটের প্রযুক্তি কর্মশালা
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৭
ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাটে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। বন ইনভেন্টরি বিভাগের বিভাগীয় কর্মকর্তা ড. শেখ রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আল-মামুন মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন নাহার, সামাজিক বন বিভাগ বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মতলুবুর রহমান, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনোয়ারুল হক আনু, জামালগঞ্জ হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মজিবর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক লায়লা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন।
কর্মশালায় বনজ সম্পদের প্রযুক্তিগত বিষয় উপস্থাপনের পাশাপাশি কাঠ ও বাঁশের তৈরি পণ্যের ব্যবহার, বনজ সম্পদ রক্ষা এবং বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দেওয়া হয়। সিনিয়র রিসার্চ অফিসার ড. সুবীর কুমার বিশ্বাস বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট চট্টগ্রাম ও বনজ সম্পদ উইংয়ের বিভিন্ন প্রযুক্তির ভিডিও উপস্থাপনা করেন।
মাহফুজ রহমান/এআরএস

