Logo

সারাদেশ

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হক

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০

সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী আনিসুল হক

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–ধর্মপাশা–মধ্যনগর) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে আনিসুল হকের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে প্রকাশিত চূড়ান্ত মনোনয়নপত্র আনিসুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়। এ খবরে আসনজুড়ে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও সমর্থনের বহিঃপ্রকাশ লক্ষ্য করা যায়।

স্থানীয় নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে আনিসুল হক এলাকায় সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা এবং এলাকার সমস্যায় সরব ভূমিকার কারণে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। চূড়ান্ত মনোনয়নের পর নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেন, আসন্ন নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়ী হবেন।

এক ফেসবুক পোস্টে আনিসুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং আসনের জনগণের পাশে থেকে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তাহিরপুর উপজেলা বিএনপির নেতা ও চারাগাঁও কয়লা আমদানিকারক সমিতির সভাপতি হাজী আব্দুস সামাদ বলেন, চূড়ান্ত মনোনয়নের মধ্য দিয়ে আসনে নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হবে।

মো. আব্দুল হালিম/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ সংসদ নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর