Logo

সারাদেশ

বাগেরহাটে আ.লীগের সাবেক নেতা পেলেন বিএনপির মনোনয়ন, প্রতিবাদে ঝাড়ু মিছিল

Icon

শেখ আবু তালেব, বাগেরহাট

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৪

বাগেরহাটে আ.লীগের সাবেক নেতা পেলেন বিএনপির মনোনয়ন, প্রতিবাদে ঝাড়ু মিছিল

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাট-১ (মোল্লাহাট-চিতলমারী-ফকিরহাট) আসনে আওয়ামী লীগের সাবেক এক নেতাকে বিএনপির মনোনয়ন দেওয়ার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট বাজার সংলগ্ন এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা ঝাড়ু হাতে নিয়ে কপিল কৃষ্ণ মণ্ডলের মনোনয়ন বাতিলের দাবি জানান এবং তাকে ‘আওয়ামী লীগের গুপ্তচর’ আখ্যা দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, মনোনয়নপ্রাপ্ত ব্যক্তি কপিল কৃষ্ণ মণ্ডল দীর্ঘদিন কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন এবং তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার মনোনয়নে তৃণমূল পর্যায়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বিক্ষোভকারী মো. সজ্জাদ খান বলেন, ‘যে ব্যক্তি আওয়ামী লীগের আমলে মানুষের উপর জুলুম করেছে, সে কীভাবে বিএনপির প্রার্থী হয়? এটা শহীদ জিয়ার আদর্শের সঙ্গেও বিশ্বাসঘাতকতা।’

অন্য বক্তা মিজর মোল্লা বলেন, ‘এই মনোনয়ন প্রমাণ করে কেউ কেউ বিএনপিকে ভেতর থেকে ধ্বংস করতে চায়। অবিলম্বে এই মনোনয়ন বাতিল করতে হবে।’

নেতাকর্মীরা জানান, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর