Logo

সারাদেশ

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৪

গাজীপুরে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা ইউনিয়ন জাসাসের যুগ্ম সম্পাদক ফরিদ সরকারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবার সদস্যদের দাবি।

মঙ্গলবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার লতিপুর গ্রামের কাশেমের ইটভাটায় এ হত্যাকাণ্ড ঘটে। ফরিদ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসে ছিলেন এবং গত বছর দেশে ফিরে ইটভাটার ব্যবসা শুরু করেন।

পরিবারের সদস্যদের দাবি, প্রতিবেশীর সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ ও একটি মামলা চলমান ছিল। ওই বিরোধ থেকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হতে পারে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্বৃত্তরা রাতে ইটভাটায় ঢুকে ফরিদ সরকারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহম্মদ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

কাজী মো. আব্দুল মান্নান/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হত্যা / খুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর