লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে আগুন, শিশুকন্যা নিহতের ঘটনায় মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:০০
ছবি : বাংলাদেশের খবর
লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জে এক বিএনপি নেতার বাড়িতে দরজায় তালা লাগিয়ে আগুন দেয়ার ঘটনায় তার সাত বছরের কন্যা নিহত হওয়ার চার দিন পর মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নিহত শিশুর পিতা ও বিএনপি নেতা বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ রাতে বিষয়টি নিশ্চিত করেন।
গত শুক্রবার দিবাগত রাতে ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বেলাল হোসেনের বাড়ির দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ঘুমন্ত অবস্থায় তার সাত বছরের কন্যা আয়েশা আক্তার অগ্নিদগ্ধ হয়ে মারা যান। বেলাল হোসেন ও তার আরও দুই কন্যা বিথী ও স্মৃতি গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে দুই কন্যাকে ঢাকা বার্ণ ইউনিটে পাঠানো হয় এবং তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।
ঘটনার চারদিন পরও দোষীদের গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপিসহ বিভিন্ন মহল।
ওসি ওয়াহিদ পারভেজ জানান, মামলার পরিপ্রেক্ষিতে কিছু আলামত সংগ্রহ করা হয়েছে এবং আসামী সনাক্ত করতে পুলিশ তৎপর রয়েছে।
এআরএস

