Logo

সারাদেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে ‘টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ’-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

সংগঠনের সভাপতি বিএম খোরশেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদ সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলোর প্রতিনিধি আব্দুল মোমিন, সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা। তারা সাংবাদিক ও গণমাধ্যমে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি ও সম্পাদক পরিষদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এতে অংশ নেন।

আফ্রিদি আহাম্মেদ/এআরএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম হামলা ও ভাংচুর মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর