অ্যাটর্নি জেনারেলসহ ঝিনাইদহে বিএনপির মনোনয়ন পেলেন যারা
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহের ৩টি আসনে দলীয় প্রার্থীদের মনোনয়ন ঘোষণা করেছে বিএনপি।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় যুগপৎ আন্দোলনের মিত্র দলগুলোর জন্য সাতটি আসনে ছাড় দিয়ে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে ঘোষণা করা হয়।
এরপর বিকালে গুলশান কার্যালয় থেকে ঝিনাইদহ-১ আসনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন বর্তমান অ্যাটর্নি জেনারেল ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান। এছাড়া ঝিনাইদহ-২ আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি অ্যাড. এম এ মজিদ। এরমধ্য দিয়ে জেলার চারটি সংসদীয় আসনেই বিএনপি তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। এর আগে প্রথম ধাপে দলটি ঝিনাইদহ-৩ আসনে মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রণিকে মনোনয়ন দেন।
এদিকে ঝিনাইদহ-৪ আসনে বিএনপির জোটগত সিদ্ধান্তে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে মনোনয়ন দেওয়ায় ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। তারা এ আসনের বিএনপির কাউকে মনোনয়ন দেওয়ার দাবি করেছেন। এরই মধ্যে ফরহাদ নামের এক বিএনপি কর্মী প্রকাশ্যে দল ত্যাগ করেছেন। স্থানীয়দের উপস্থিতিতে তিনি ‘কান ধরে’ বিএনপি ছাড়ার ঘোষণা দেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ থানা রোডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা রোডস্থ উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানান। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘যারা বিগত ১৭ বছর কালীগঞ্জে বিএনপির হাল ধরে ছিল তাদের মধ্য থেকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। রাশেদ এই এলাকার ভোটার না। এমন সিদ্ধান্ত অনাকাক্সিক্ষত, এতে দল ক্ষতিগ্রস্ত হবে।’
ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে হেভিওয়েট প্রার্থী ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্মসাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘রাশেদ খাঁন আমাদের আসনের ভোটার না। তাকে কেউ চেনেও না। বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাকে মেনে নিবে না।’ দল যেহেতু রাশেদ খাঁনের নাম ঘোষণা করেছে তাহলে তাকে সহযোগিতা করবেন কিনা বা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘এখন এই বিষয়ে কিছু বলতে পারছি না। আমাদের পরবর্তী সিদ্ধান্ত আলোচনার মাধ্যমে নেওয়া হবে।
রাশেদ খানের নাম ঘোষণার খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে জড়ো হয়েছিলেন বিএনপির নেতাকর্মীরা। এসময় অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘রাশেদ খান এই নির্বাচনী এলাকার বাসিন্দা না। তিনি এখনো এই আসনের ভোটারও না। দল এভাবে একজন বহিরাগতকে চাপিয়ে দিতে পারে না।’ তাজু জোয়ারদার নামে বিএনপির এক কর্মী কাঁদতে কাঁদতে বলেন, ‘গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি সাইফুল ইসলাম ফিরোজের সাথে। এখন একজন বহিরাগতকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এটা কোনভাবেই মানতে পারছি না।’
কালীগঞ্জ উপজেলা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যাকে কালীগঞ্জের মানুষ কখনো দুর্দিনে পাশে পায়নি। আমরা এমন কাউকে দলের পক্ষ থেকে চাই না। বিগত আন্দোলন-সংগ্রামে আমরা বিএনপির জন্য নিজেদের জীবন বাজি রেখেছি। আমরা এখানে দলের প্রার্থী চাই।’
ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও ঝিনাইদহ সদর একাংশ) স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ভোটাররা বলছেন, আসনটিতে ৩ হেভিওয়েট মনোনয়নপ্রত্যাশী থাকলেও গণঅধিকারের রাশেদ খাঁনকে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। এরফলে আসনটিতে দলের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। বুধবার দুপুরে আসনটিতে দলীয় প্রার্থী হিসেবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামানের মনোনয়ন গ্রহণের কিছুক্ষণ পরই তিনি ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে কথা বলতে জয়ন্ত কুমার কুন্ডুর মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই তাদের দলীয় মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেছে। প্রথম ধাপে ঝিনাইদহ-৩ আসনে বিএনপি দলীয় প্রার্থীর নাম ঘোষণা করলেও বাকি ছিল তিনটি আসন। সর্বশেষ বুধবার ৩টি আসনে প্রার্থীদের নাম ঘোষণার মধ্য দিয়ে ঝিনাইদহে ভোটের পুরোপুরি প্রস্তুতি লক্ষ্য করা গেছে।
এম বুরহান উদ্দীন/আইএইচ

