প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ আর নেই
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:০২
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদ দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর মারা গেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) ভোর ৫টায় চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম আবুল কালাম আজাদ লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে মেহেরুন্ন বাপের বাড়ির মরহুম মাস্টার কবির আহমেদের ছেলে ছিলেন।
তিনি দীর্ঘদিন চট্টগ্রামের আঞ্চলিক পত্রিকা দৈনিক কর্ণফুলী ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক বাংলা পত্রিকায় কর্মরত ছিলেন। এছাড়া তিনি লোহাগাড়া উপজেলা সাংবাদিক সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কলাউজান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম ভূট্রো সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বলেন, ‘আমার এলাকায় তার বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি জড়িত ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি।’
তার মৃত্যুতে লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ গভীর শোক প্রকাশ করেছেন।
এআরএস

