ছবি : বাংলাদেশের খবর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সারাদেশে বিভিন্ন আসনে প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ অব্যাহত রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়া, বগুড়া, ফরিদপুর, গাজীপুর, সুনামগঞ্জ, নীলফামারী ও কুমিল্লা – এই সাতটি আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাংলাদেশের খবরের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুপুরে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। উল্লেখ্য, বিএনপি এই আসন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিলেও রুমিন ফারহানা দলীয় সিদ্ধান্তের পরও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
বগুড়া : বগুড়া-১ (সারিয়াকান্দি–সোনাতলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার বেলা ১২টায় সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই ফরম গ্রহণ করেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে নির্বাচনে বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
আলফাডাঙ্গা (ফরিদপুর) : ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. ওয়ালিউর রহমান রাসেল বুধবার বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে তিনি জানান, ইসলামী সমমনা দলগুলোর জোটগত সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায় প্রার্থিতা নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
গাজীপুর : গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মো. জাহাঙ্গীর আলম আলাদাভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দুজনের পক্ষেই বুধবার শ্রীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে ফরম সংগ্রহ করা হয়।
সুনামগঞ্জ : সুনামগঞ্জ-১ (তাহিরপুর–জামালগঞ্জ–মধ্যনগর–ধর্মপাশা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আনিসুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে কামরুজ্জামান কামরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে ফরম সংগ্রহ করা হয়।
নীলফামারী : নীলফামারী-২ আসনে জেলা বিএনপির সাবেক সভাপতি আলমগীর সরকার সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে এই আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে ইতিমধ্যে সাইফুল্লাহ রুবেলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
কুমিল্লা : কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ‘হাতপাখা’ প্রতীকের প্রার্থী শামসুদ্দোহা আশরাফী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বুধবার দুপুরে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে তিনি ফরম গ্রহণ করেন এবং দুর্নীতিমুক্ত ও জনকল্যাণমূলক রাজনীতির অঙ্গীকার ব্যক্ত করেন।
এআরএস

