মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৪
চাঁদপুরে মেঘনা নদীতে ঘন কুয়াশার মধ্যে দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক যাত্রী। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুর সদর উপজেলার হরিনা এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুর বিআইডব্লিউটিএর উপপরিচালক (ট্রাফিক) বাবু লাল বৈদ্য ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এম.ভি জাকির সম্রাট-৩ ও এম.ভি অ্যাডভেঞ্চার-৯ নামের দুটি লঞ্চের সংঘর্ষ হয়। এ সময় দুইজন নিহতসহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। তবে লঞ্চ দুটির গন্তব্য শনাক্ত না হওয়ায় নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত ২টার পর হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিল। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাচ্ছিল। এ সময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি জাকির সম্রাট-৩ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়।
যাত্রীরা জানান, কুয়াশার মধ্যেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে চলছিল। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপরদিকে দুর্ঘটনায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে আরেকটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যায়।
নিহতদের মরদেহ ও গুরুতর আহত অর্ধশতাধিক যাত্রীকে নিয়ে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি দ্রুত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আলআমিন ভূঁইয়া/এমবি

