Logo

সারাদেশ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

Icon

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৪

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে রাজাপালং ইউনিয়নের এই ক্যাম্পের বি-ব্লকে আগুন লাগে।

এতে অন্তত পাঁচটি ঘর পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দা ও রোহিঙ্গারা ক্যাম্পের জরুরি ফায়ার রেসপন্স ইউনিটের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরে রাত ১১টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তৎপরতা অব্যাহত ছিল।

এদিকে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’

হঠাৎ এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্যাম্পের রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী রোহিঙ্গা যুবক আমানউল্লাহ বলেন, ‘বি-ব্লকের একটি ঘরে আগুন লাগে। কীভাবে আগুন ধরেছে জানি না। প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে দ্রুত ঘর ছেড়ে বেরিয়ে আসি।’

উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর কুতুপালং ১ ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে যায় এবং ওই ঘটনায় একজন নিহত হন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর