খাগড়াছড়িতে প্রথমবারের মতো 'কবিতায় বিজয় উৎসব'
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৪৬
ছবি : বাংলাদেশের খবর
খাগড়াছড়িতে প্রথমবারের মতো কবিতায় বিজয় উৎসব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদ এ আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। তিনি পার্বত্য জেলায় এমন আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘কবিদের চিন্তা গভীর। তাদের কবিতার প্রতিটি চরণে অগ্নিবীণা ছন্দে ছন্দে থাকে দিকনির্দেশক পরামর্শ, যা বাস্তব জীবনে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।’
তিনি নতুন প্রজন্ম ও তরুণদের কবিতা লালনের আহ্বান জানান এবং নিয়মিত এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরামর্শ দেন।
জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের সাধারণ সম্পাদক শাহীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও সাংবাদিক জাহাঙ্গীর ফিরোজ, কবি ও মিডিয়া ব্যক্তিত্ব আ. বা. ম. সালাহউদ্দিন, মুক্তিযোদ্ধা ও কবি আশরাফ মির্জা, কবি কামরুজ্জামান এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল।
আয়োজক কমিটি জানায়, দিনব্যাপী এ উৎসবে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের সদস্য এবং খাগড়াছড়িতে কর্মরত গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
ছোটন বিশ্বাস/এআরএস

