Logo

সারাদেশ

বড়দিনের ছুটিতে প্রকৃতির রাণী খাগড়াছড়িতে পর্যটকের ঢল

Icon

ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫০

বড়দিনের ছুটিতে প্রকৃতির রাণী খাগড়াছড়িতে পর্যটকের ঢল

ছবি : বাংলাদেশের খবর

প্রকৃতির রাণী খাগড়াছড়িতে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে বড়দিনের টানা তিন দিনের ছুটিতে জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে পর্যটকের ভিড়।

সবুজ পাহাড়ে সাদা মেঘের ভেলা ও শীতের কুয়াশায় ঢাকা পাহাড়ের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে। মেঘ আর সবুজ পাহাড়ের মেলবন্ধন তাদের আকর্ষণ করছে।

খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই টানা তিন দিনের সরকারি ছুটিতে আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, মায়াবিনী লেক, রিছাং ঝরনাসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকের পদভারে মুখরিত হয়েছে। পাহাড়ি জনপদ ধরে খাগড়াছড়ি হয়ে রাঙামাটির সাজেক ভ্যালিতেও উষ্ণ রঙিন পোশাক পরে পর্যটকরা পাহাড় আর মেঘের মিতালী উপভোগ করছেন।

ঢাকা থেকে আসা পর্যটক সায়েমা আহমেদ বলেন, ‘গ্রুপ ট্যুরে এসেছি। শহরের কর্মব্যস্ততায় বেড়ানোর সময় মেলে না। বড়দিনের এই তিন দিনের ছুটিতে আমরা সবাই মিলে খাগড়াছড়ি বেড়াতে এসেছি। গতকাল সাজেক ভ্যালি গিয়েছিলাম, আজ খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরেছি। খুব ভালো লেগেছে।’

টাঙ্গাইল থেকে আসা আসিফ মাহমুদ বলেন, ‘পরিবার নিয়ে এসেছি। পাহাড়ি রাস্তার দু'পাশের সবুজের অপরূপ সৌন্দর্য উপভোগ করেছি। রিছাং ঝরনা, হর্টিকালচার পার্ক, আলুটিলার রহস্যময় সুড়ঙ্গ ঘুরেছি। আলুটিলার পাহাড় থেকে পুরো খাগড়াছড়ি শহর পাখির চোখে দেখেছি। এখানকার প্রতিটি স্থান মুগ্ধ করার মতো।’

পর্যটনকেন্দ্রগুলোতে ভিড় বাড়ায় খুশি সংশ্লিষ্টরা। আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক কোকোনাথ ত্রিপুরা জানান, ‘বড়দিনের ছুটিতে অনেক পর্যটক আসছেন। এভাবে পর্যটক আসতে থাকলে পর্যটন খাতে রাজস্ব আয় বাড়বে।’

খাগড়াছড়ি ট্যুরিস্ট পুলিশ জোন ইনচার্জ মো. জাহিদুল কবির জানান, ‘পর্যটকদের নিরাপত্তায় আমরা কাজ করছি। দুস্তর নিরাপত্তা জোরদার করেছি। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে পর্যটন স্পটগুলোতে সার্বক্ষণিক টহল দেওয়া হচ্ছে। দুর্গম এলাকায় গিয়ে কোনো সমস্যায় পড়লে দ্রুত সহায়তা দেওয়া হবে।’

বড়দিনের এই তিন দিনের ছুটিতে খাগড়াছড়িতে আনুমানিক অর্ধলাখ পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন পর্যটন সংশ্লিষ্টরা।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রমণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর