Logo

সারাদেশ

ফুলপুর গোলচত্বরে আগুনে পুড়ল ৫ দোকান

Icon

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪

ফুলপুর গোলচত্বরে আগুনে পুড়ল ৫ দোকান

ছবি : বাংলাদেশের খবর

ময়মনসিংহের ফুলপুর উপজেলার গোলচত্বর হালুয়াঘাট রোড এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ইলেকট্রনিক দোকানের গুদামসহ অন্তত পাঁচটি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীদের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ইলেকট্রনিকস দোকান থেকে আগুন লাগার ধারণা করা হলেও এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘সকালে ফুলপুর গোলচত্বর মোড়ে দোকানে আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।’

তিনি আরও জানান, ‘আগুন নিয়ন্ত্রণে আনার সময় এলাকায় পর্যাপ্ত পানি সরবরাহের ব্যবস্থা না থাকায় কাজে বিলম্ব হয়। আগুনে কয়েকটি দোকানঘর পুড়ে গেছে। সেখানে ইলেকট্রনিকস দোকান ছাড়াও মোবাইলের দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। হতাহতের কোনো খবর নেই। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর