Logo

সারাদেশ

জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু শামীম আর নেই

Icon

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৩

জঙ্গল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার শিশু শামীম আর নেই

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজ হওয়া শিশু শামীম (১০) চার দিনের লড়াইয়ে শেষ পর্যন্ত হেরে গেল। গত ২৫ ডিসেম্বর রাত ১০টা ১৪ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

শামীম উপজেলার কালিয়ানপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. শাহিন মিয়া পেশায় টিউবওয়েল মিস্ত্রি। মৃত শামীম কালিয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

শামীম গত ২২ ডিসেম্বর বিকেল চারটার দিকে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর একই দিন রাত নয়টার দিকে তার বাড়ি থেকে আধা কিলোমিটার দূরের একটি জঙ্গলে তাকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পাওয়া যায়।

তাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা গুরুতর দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

সেখানে অপারেশনের পর তাকে আইসিইউতে রাখা হয়। ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণ শেষে আরও ২৪ ঘণ্টা রাখার পরও তার অবস্থার উন্নতি না হলে ২৫ ডিসেম্বর রাতে তার মৃত্যু হয়।

মরদেহ গ্রামের বাড়িতে আনার পর সখীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে।

সখীপুর থানার ওসি মো. হেলাল উদ্দিন বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশু শামীমের মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মরদেহ উদ্ধার নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর