Logo

সারাদেশ

আলু ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা!

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:২০

আলু ক্ষেতের সঙ্গে এ কেমন শত্রুতা!

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর উপজেলায় পূর্বশত্রুতার জেরে তিন বিঘা জমির আলু গাছ উপড়ে ফেলা হয়েছে। এ ঘটনায় প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মাথাইল চাপর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষক জাহাঙ্গীর আলম তার তিন বিঘা জমিতে আলুর আবাদ করেছিলেন। গাছের বয়স ছিল ৩৫ দিন। সাধারণত ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে আলু তোলা যায়। আগামী ২০ দিনের মধ্যেই আলু তোলার পরিকল্পনা ছিল জাহাঙ্গীর আলমের। এরই মধ্যে জমিতে বিঘাপ্রতি প্রায় ৪০ হাজার টাকা খরচ করেছেন তিনি।

বৃহস্পতিবার সকালে তিনি দিনমজুর নিয়ে আলুর গাছ বাঁধার কাজ করতে গিয়ে দেখেন, তার জমির সব আলুর গাছ উপড়ে ফেলা হয়েছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, একই এলাকার মাসুদ রানার সঙ্গে দীর্ঘদিন ধরে তার বিরোধ ছিল ডিপ টিউবওয়েল নিয়ে। স্থানীয়রা আগেই তাকে মাসুদ রানার হুমকির কথা জানিয়েছিলেন। সেই শত্রুতার কারণেই এ কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক বলেন, ‘তিন বিঘা জমিতে আমার বিনিয়োগ ছিল প্রায় দেড় লাখ টাকা। ভালো ফলন হলে প্রায় আড়াই লাখ টাকার আলু বিক্রি করতে পারতাম। এখন সব শেষ। স্বপ্ন ছিল ২০ দিন পরই সোনার ফসল ঘরে তুলব। কিন্তু সেই স্বপ্ন এখন মাটির সঙ্গে মিশে গেছে।’

অভিযুক্ত মাসুদ রানা বলেন, ‘আমি এমন কাজ করিনি। তার অনেক শত্রু, তারা করতে পারে।’

এ ঘটনায় শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ‘এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আব্দুল ওয়াদুদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর