Logo

সারাদেশ

পটিয়ার পাহাড়ে মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৩

পটিয়ার পাহাড়ে মাদকের আস্তানায় সেনাবাহিনীর অভিযান

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়া উপজেলার দুর্গম হাইদগাঁও পাহাড়ে মাদক কারবারিদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে এ অভিযানের নেতৃত্ব দেন পটিয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহাইমিন।

অভিযানে আস্তানা থেকে বিপুল পরিমাণ চোলাই মদ, গাঁজা, মাদক উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন উপকরণ ও এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। পটিয়া সেনা ক্যাম্প সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্র জানায়, সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই মাদক কারবারিরা পাহাড়ি এলাকা ছেড়ে পালিয়ে যায়। প্রাপ্ত আলামত থেকে ধারণা করা হচ্ছে, ওই আস্তানায় ৮ থেকে ১০ জন মাদক কারবারি অবস্থান করত এবং সেখান থেকেই মাদক ব্যবসা পরিচালনা করা হতো।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাইদগাঁও পাহাড় এলাকাটি মাদক ব্যবসায়ীদের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এলাকাবাসীর দাবি, এসব কারবারি পাহাড়ি অপরাধচক্রের সঙ্গে যোগসাজশে অপহরণসহ নানা অপরাধে জড়িত।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাহাড়ি এলাকায় অপরাধ নির্মূলে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কতা ও কঠোরতা বজায় রাখবে।

ইমরান হোসেন মুন্না/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর