বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা উদ্ধার
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৫
গ্রাফিক্স : বাংলাদেশের খবর
ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ধুলজোড়া গ্রামের মামুন মোল্যার বাড়ি থেকে এ অভিযান চালানো হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মামুন মোল্যার ঘরের আলমারি থেকে ১১ প্যাকেটে রাখা ২ হাজার ৫০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানা গেছে।
যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অভিযানের আগেই মামুন মোল্যা পালিয়ে যায়। বর্তমানে সে পলাতক রয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে মামুন মোল্যার বাড়ি থেকে ২ হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামি পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
এআরএস

