আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৪৮
ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের আলফাডাঙ্গায় পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে বিএনপি নেতা সাইফুল সর্দার (৪৯) কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণ জাটিগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল সর্দার আলফাডাঙ্গা সদর ইউনিয়ন বিএনপির সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও স্থানীয় কৃষক ছিলেন। একই হামলায় ইসমাইল মোল্যা (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রাম্য আধিপত্য নিয়ে সৈয়দ শরিফুল ইসলাম ও জুয়েল মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার ভোররাতে জুয়েল মিয়া গ্রুপের লোকজন শরিফুল ইসলাম গ্রুপের লক্ষ্যে হামলা চালায়।
হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয় দিয়ে সাইফুল সর্দারের ঘরে প্রবেশ করে তাকে কুপিয়ে হত্যা করে। পরে ইসমাইল মোল্যার বাড়িতে গিয়ে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় তারা এলাকার অন্তত সাত-আটটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পালিয়ে যায়।
নিহতের স্ত্রী ফাতেমা বেগম বলেন, ‘গভীর রাতে পুলিশ পরিচয় দেওয়ায় দরজা খুলে দিই। ঘরে ঢুকেই জুয়েল মিয়ার নেতৃত্বে তারা আমার স্বামীকে কোপাতে থাকে। খুনিরা ঘর লুটে নিয়ে যায়। আমি স্বামী হত্যার বিচার চাই।’
আহত ইসমাইল মোল্যার বোন মর্জিনা আক্তার জানান, ‘হামলাকারীরা টিনের বেড়া ভেঙে ঘরে ঢুকে আমার ভাইকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে দেয়।’
ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) আজম খান ও আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইয়ুব মিয়া (৫৫) ও শফিকুল মিয়া (৩৮) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মিয়া রাকিবুল/এআরএস

