দক্ষ জনশক্তি গড়তে পদক্ষেপ নিচ্ছে মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯
ছবি : বাংলাদেশের খবর
মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের আয়োজনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে ফোরামের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন সিআইপি।
তিনি বলেন, ২০২২ সালে প্রতিষ্ঠার পর থেকে ফোরামটি অসহায় ও নিপীড়িত মানুষের পাশে কাজ করে আসছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়ার মাধ্যমে আলোচনায় আসে সংগঠনটি। বর্তমানে নিয়মিতভাবে অসহায় মানুষদের সহযোগিতা করা হচ্ছে।
জসিম উদ্দিন জানান, গতানুগতিক ধারা থেকে বের হয়ে আধুনিক মনোহরগঞ্জ গড়তে কাজ করছে ফোরাম। আগামীকাল ১৭৫ জন কর্মহীন নারীকে সেলাই মেশিন ও কিছু পুরুষকে অটোরিকশা বিতরণ করা হবে। এ অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, বেকার যুবক-যুবতীদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। দক্ষ জনশক্তি তৈরির মাধ্যমে দেশ এগিয়ে যাবে। এসময় তিনি সাংবাদিকদের ফোরামের কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
ফোরামের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান শামীমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইন উদ্দিন সোহাগ। সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের আবু ইউসুফ, বিজয় টিভির হুমায়ুন কবির মানিক, আমাদের সময়ের আবদুর রহিম, আমার দেশের আবদুল গোফরান, ইনকিলাবের আবুল কালাম আজাদসহ অনেকে।
সাংবাদিকরা জসিম উদ্দিনকে দক্ষিণ কুমিল্লার প্রথম সিআইপি পদে ভূষিত করায় শুভেচ্ছা জানান এবং ফোরামের কার্যক্রমে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
এআরএস

