শহীদ ওসমান হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী করার দাবি
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮
ছবি : বাংলাদেশের খবর
ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান গণি হাদির বোন মাসুমা বিনতে হাদিকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নলছিটি শহরের বাসস্ট্যান্ড মোড়ে স্থানীয় ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ প্রমুখ।
বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও নলছিটির কৃতী সন্তান শহীদ ওসমান গণি হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি প্রাণ দেন। তিনি সংসদে গিয়ে ন্যায় ও জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু ঘাতকরা তা অসমাপ্ত রেখেছে। শহীদের আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এগিয়ে আসতে হবে। তার বোন মাসুমা বিনতে হাদির মধ্যে আমরা শহীদের প্রতিচ্ছবি দেখতে পাই। তাই ঢাকা-৮ আসনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও একই চাওয়া পোষণ করে। মাসুমা হাদি প্রার্থী হলে আদিত্যবাদবিরোধী সংগ্রাম ও ইনসাফের লড়াই দিয়ে ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এ বিষয়ে মাসুমা বিনতে হাদি বলেন, ‘এ মুহূর্তে আমার ব্যক্তিগত কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।’
এআরএস

