Logo

সারাদেশ

শহীদ ওসমান হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী করার দাবি

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:২৮

শহীদ ওসমান হাদির বোনকে ঢাকা-৮ আসনে প্রার্থী করার দাবি

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির নলছিটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শহীদ শরিফ ওসমান গণি হাদির বোন মাসুমা বিনতে হাদিকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ১২টায় নলছিটি শহরের বাসস্ট্যান্ড মোড়ে স্থানীয় ছাত্র-জনতা এই কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. নাজমুল হাসান টিটু, সাথী আক্তার, এম এন মামুন, আসিফ জিয়া, আব্দুর রাজ্জাক, মো. সিরাজুল ইসলাম, মোহাম্মদ মিরাজ, মো. আহাদ, ওমর ফারুক ও আবু হানিফ প্রমুখ।

বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও নলছিটির কৃতী সন্তান শহীদ ওসমান গণি হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী ছিলেন। কিন্তু ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি প্রাণ দেন। তিনি সংসদে গিয়ে ন্যায় ও জনগণের পক্ষে কথা বলতে চেয়েছিলেন; কিন্তু ঘাতকরা তা অসমাপ্ত রেখেছে। শহীদের আদর্শ বাঁচিয়ে রাখতে তার পরিবারের কাউকে এগিয়ে আসতে হবে। তার বোন মাসুমা বিনতে হাদির মধ্যে আমরা শহীদের প্রতিচ্ছবি দেখতে পাই। তাই ঢাকা-৮ আসনে তাকে প্রার্থী হিসেবে দেখতে চাই। দেশবাসীও একই চাওয়া পোষণ করে। মাসুমা হাদি প্রার্থী হলে আদিত্যবাদবিরোধী সংগ্রাম ও ইনসাফের লড়াই দিয়ে ভাইয়ের স্বপ্ন পূরণ করবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এ বিষয়ে মাসুমা বিনতে হাদি বলেন, ‘এ মুহূর্তে আমার ব্যক্তিগত কিছু বলার নেই। তবে ইনকিলাব মঞ্চ ও পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত হলে নির্বাচনে প্রার্থী হতে রাজি আছি।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ওসমান হাদি মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর