ভৈরব-কিশোরগঞ্জ সড়কে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই
কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৩
ছবি : বাংলাদেশের খবর
ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ভৈরব থেকে কুলিয়ারচরগামী একটি সিএনজিতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলিয়ারচর পৌর এলাকার খড়কমারা গ্রামের মো. হালিম মিয়ার ছেলে শ্রাবন ওরফে গালিব (১৮) ও তার চাচাতো ভাই জুনাইদ (১২) ভৈরব থেকে সিএনজিতে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ছয়সূতী নোয়াগাঁও বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একদল দুষ্কৃতী সিএনজি থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। ঘটনার পর তারা দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।
ভুক্তভোগীরা রাস্তায় টহলরত পুলিশকে ঘটনা জানালে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের বাড়ি পৌঁছে দিতে সহায়তা করেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, ওই এলাকায় সন্ধ্যার পর প্রায়ই ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটে। পুলিশি জটিলতার আশঙ্কায় অনেকেই থানায় মামলা করতে আগ্রহী হন না। এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি বলে তারা মত দেন।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরুন্নবীকে ঘটনার রাতেই অবগত করা হয়। তিনি বলেন, ‘সংবাদ পেয়ে তাৎক্ষণিক টহল পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এআরএস

