দীপু দাস হত্যার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৩
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহ জেলার ভালুকায় দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সংগঠনের জেলা সভাপতি জুয়েল রায়ের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা হিরম্ব কুমার রায় ও পরিতোষ চন্দ্র রায়। দীপু দাসের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তারা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এর আগে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালীমন্দিরে এসে শেষ হয়।
এআরএস

