Logo

সারাদেশ

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি, নিখোঁজ ২

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুবাহী বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সোয়া ছয়টার দিকে ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাগলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আকিবুল ইসলাম নিখোঁজদের তথ্য নিশ্চিত করেন।

নিখোঁজরা হলেন বাল্কহেডের দুই লস্কর—পটুয়াখালীর বাসিন্দা মোহাম্মদ জহুরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির রাজাপুরের মো. হাসান (২০)।

বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক কামরুল হাসান বলেন, উদ্ধারকাজে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএ’র সদস্যরা কাজ করছেন।

পরিদর্শক আকিবুল ইসলাম জানান, এমভি কাশফা স্নেহা নামে বাল্কহেডটি নদীতে নোঙর করা অবস্থায় ছিল। এমন সময় ঢাকামুখী ‘সুন্দরবন-১৬’ নামক একটি লঞ্চ এটিকে ধাক্কা মারলে তা ডুবে যায়। বাল্কহেডের তিনজন সাঁতরে তীরে উঠলেও আরও দুজন নিখোঁজ হন।

তিনি বলেন, ‘ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

গত ১৪ ডিসেম্বর একই এলাকায় বোগদাদীয়া-১৩ লঞ্চের সংঘর্ষে একটি বালুবাহী বাল্কহেড ডুবে গিয়েছিল। তবে সে ক্ষেত্রে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর