Logo

সারাদেশ

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান, তেঁতুলিয়ায় পুনর্বাসন উপকরণ বিতরণ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৮:৫০

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার আহ্বান, তেঁতুলিয়ায় পুনর্বাসন উপকরণ বিতরণ

ছবি : বাংলাদেশের খবর

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় জীবন-মান উন্নয়নমূলক বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা প্রশাসন চত্বরে এ উপকরণ বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফ।

তিনি উপকরণপ্রাপ্ত ব্যক্তিদের ভিক্ষাবৃত্তি ত্যাগ করে নতুনভাবে জীবন গড়ার আহ্বান জানান। এছাড়া তিনি আয়বর্ধনমূলক কাজে নিজেদের নিয়োজিত করার পরামর্শ দেন এবং পুনর্বাসন কর্মসূচির গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন।

উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক অনিরুদ্ধ কুমার রায়, সহকারী পরিচালক গোলাম ফারুক ও উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবু তাহের প্রমুখ।

সমাজসেবা কার্যালয় সূত্রে জানা গেছে, ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত ব্যক্তিদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য এই প্রান্তিক উপজেলায় ভিক্ষুকদের প্রাথমিক তথ্য যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে চারজনকে ব্যাটারিচালিত অটোভ্যান, চারজনকে মালামালসহ ভ্যানসাইকেল এবং দুইজনকে মুদিদোকান স্থাপনের উপকরণ দেওয়া হয়।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর