Logo

সারাদেশ

মেঘনায় মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা : লালমোহনে ৩ পরিবারে শোক

Icon

সোয়েব মেজবাহউদ্দিন, লালমোহন (ভোলা)

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৯:০৪

মেঘনায় মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনা : লালমোহনে ৩ পরিবারে শোক

ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশায় মেঘনা নদীতে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ভোলার লালমোহন উপজেলার তিনজনের বাড়িতে চলছে শোকের মাতম। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক দুইটার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণার মাঝামাঝি মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নৌ-পুলিশ চাঁদপুর অঞ্চলের এসপি সৈয়দ মুশফিকুর রহমান শুক্রবার (২৬ ডিসেম্বর) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং আহত অবস্থায় হাসপাতালে আরও তিনজন মারা যান। আহত হন অন্তত ১৫ জন যাত্রী।

জানা গেছে, বরিশাল রুটের এমভি অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ ঘন কুয়াশার মধ্যে ঢাকা-ভোলা রুটের এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মাঝবরাবর ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে।

নিহত চারজনের মধ্যে তিনজন লালমোহনের বাসিন্দা। তারা হলেন লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের আবদুল গণি, একই এলাকার মো. সাজু এবং পশ্চিম চর উমেদ ইউনিয়নের সাথী (১২)।

সরেজমিনে বদরপুর ইউনিয়নের আবদুল গণির বাড়িতে গেলে তাঁর স্ত্রী লাইজু বেগম ও আত্মীয়স্বজনের করুণ আর্তনাদে পরিবেশ ভারী হয়ে ওঠে। লাইজু বেগম বলেন, ‘তিন সন্তান নিয়ে আমার কী হবে? আমি তাকে ঢাকা যেতে নিষেধ করেছিলাম, কিন্তু কাজের তাগিদে তিনি রওনা দিয়েছিলেন।’

পশ্চিম চর উমেদের কচুয়াখালী গ্রামের রিনা বেগমের বাড়িতেও চলছে শোকের মাতম। তার স্বামী মো. হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। তাদের একমাত্র মেয়ে সাথী (১২) মায়ের মৃত্যুর সংবাদ শুনে বারবার অজ্ঞান হয়ে পড়ছে। রিনা বেগম বলেন, ‘বিকেলে মেয়েকে রেখে স্বামীর সাথে ঢাকায় রওনা দিয়েছিলাম। বলেছিলাম ঈদে ফিরব। কিন্তু সেই ফেরা হল না।’

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়, সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় জাকির সম্রাট-৩ লঞ্চের দ্বিতীয় তলা ক্ষতিগ্রস্ত হয়। এক নারী যাত্রী মর্মান্তিকভাবে দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত লঞ্চটি ডুবো-ডুবো অবস্থায় ভাসতে থাকলে এমভি কর্ণফুলী-৯ লঞ্চ এগিয়ে এসে বহু যাত্রীকে উদ্ধার করে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। ভুক্তভোগী পরিবার সহায়তা চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর