Logo

সারাদেশ

তেঁতুলিয়ার শীতার্তদের পাশে আল-ইত্তেহাদ

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৪

তেঁতুলিয়ার শীতার্তদের পাশে আল-ইত্তেহাদ

প্রচণ্ড শৈত্যপ্রবাহ ও হিমেল বাতাসে যখন দেশের উত্তরের প্রান্তিক জনপদে শীতের তীব্রতা চরমে। তখন শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ইসলামী সংগঠন আল-ইত্তেহাদ। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে দিয়েছে সংগঠনটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া উপজেলার একটি দাখিল মাদরাসা প্রাঙ্গণে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সকাল থেকেই মাদরাসা এলাকায় সীমান্তঘেঁষা বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও শীতার্ত মানুষের ভিড় লক্ষ্য করা যায়। কম্বল পেয়ে অনেকের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-ইত্তেহাদ ইসলামী সংগঠনের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক মো. জুলহাস, প্রচার সম্পাদক মোহাম্মদ নাবিল শেখ এবং সংগঠনের সদস্য রাজা ও লিয়াকত আলী। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুরুব্বি ও সুধীজনরাও অনুষ্ঠানে অংশ নেন।

উপকারভোগী দুলাল হোসেন ও আমির আলীসহ কয়েকজন জানান, প্রচণ্ড শীতে আমরা কাঁপছিলাম। এমন সময় সংগঠনটি আমাদের শীতবস্ত্র (কম্বল) দিয়ে অনেক উপকার করেছে। আমরা খুবই উপকৃত হয়েছি। রাতে শান্তিতে ঘুমাতে পারব। এ সময় তারা আবেগাপ্লুত হয়ে সংগঠনের সদস্যদের ধন্যবাদ জানান।

সংগঠনটি জানায়, উত্তরের হিমালয়ঘেঁষা অঞ্চলের শীতের কষ্ট লাঘব করতে রাজধানী ঢাকা থেকে তারা পঞ্চগড়ে ছুটে এসেছেন। প্রথম দিনে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় ঘরে ঘরে প্রকৃত হকদারদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। দ্বিতীয় দিনে তেঁতুলিয়ার একটি দাখিল মাদরাসায় শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে প্রায় দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা দিতে কম্বল বিতরণ করা হয়। দাতা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সংগঠনটি।

সংগঠনের সভাপতি আনিসুর রহমান বলেন, প্রচণ্ড শীতে অসহায় মানুষের কষ্ট লাঘব করতে পারাই আমাদের সবচেয়ে বড় সার্থকতা। আপনাদের সহযোগিতা ও দোয়ায় ভবিষ্যতেও এ ধরনের মানবতার সেবা করে যেতে চাই, ইনশাআল্লাহ।

এসকে দোয়েল/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর