ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৩
মণিরামপুর(যশোর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:০৮
ফরিদপুর জেলার ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোনসহ মণিরামপুরের একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের মনসুরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের মণিরামপুর উপজেলার চালতিবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০), তার বোন বিউটি বেগম (৩০) ও রাজগঞ্জ গ্রামের রহমতুল্লাহর ছেলে নিশান (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, যশোরের কেশবপুর থেকে রোগী ও স্বজনসহ পাঁচজন নিয়ে অ্যাম্বুলেন্সটি ঢাকার দিকে যাচ্ছিল। ভাঙ্গার মনসুরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন মারা যান। গুরুতর আহত হন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৩০) ও রোগীর স্বজন রোকাইয়া বেগম (৪০)।
দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণ দুমড়েমুচড়ে যায়। আহত রোকাইয়া বেগমকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ভাঙ্গা থানার এসআই সোহেল রানা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
জাহাঙ্গীর আলম/এনএ

