Logo

সারাদেশ

ভোলায় লঞ্চ দুর্ঘটনায় জেলে হানিফের মৃত্যু

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৭

ভোলায় লঞ্চ দুর্ঘটনায় জেলে হানিফের মৃত্যু

হতদরিদ্র জেলে মো. হানিফ মাঝি (৪২) সারাজীবন নদীর ঢেউ আর জালের সঙ্গে লড়াই করে সংসার চালিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত অসুস্থ স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকায় নিতে গিয়ে লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি। নিহত হানিফ মাঝি ভোলার চরফ্যাসন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফরিদাবাদ গ্রামের বাসিন্দা এবং মো. গেদু শনির ছেলে। তার মৃত্যু কেবল একটি দুর্ঘটনা নয়; এটি একটি অসহায় জেলে পরিবারের স্বপ্ন ভাঙ্গার করুণ অধ্যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ফরিদাবাদ গ্রামে গিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, হানিফ মাঝি চার সন্তানের জনক। মাছ ধরে যা আয় হতো, তা দিয়েই চলত তার সংসার। সম্প্রতি তার স্ত্রী রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় চিকিৎসায় কোনো উন্নতি না হওয়ায় ধারদেনা করে তাকে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেন হানিফ।

গত বৃহস্পতিবার বিকেলে স্ত্রীকে সঙ্গে নিয়ে তিনি চরফ্যাসনের ঘোষেরহাট লঞ্চঘাট থেকে এম.ভি. জাকির সম্রাট-৩ লঞ্চে ঢাকার উদ্দেশে রওনা হন। কিন্তু রাত আনুমানিক ২টার দিকে তার সন্তানরা খবর পায়—তাদের বাবা আর নেই।

প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের ভাষ্য অনুযায়ী, ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে বরিশালগামী এম.ভি. অ্যাডভেঞ্চার-৯ লঞ্চ চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় মেঘনা নদীতে জাকির সম্রাট-৩ লঞ্চকে সজোরে ধাক্কা দেয়। এতে জাকির সম্রাট-৩ লঞ্চটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষের পর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঘটনাস্থল ত্যাগ করে। 

পরবর্তীতে ভাসমান অবস্থায় থাকা জাকির সম্রাট-৩ লঞ্চ থেকে হানিফ মাঝিসহ একাধিক যাত্রীকে এম.ভি. কর্ণফুলী-৯ লঞ্চ উদ্ধার করে। ঢাকা সদরঘাটে নেওয়ার পথে গুরুতর আহত অবস্থায় হানিফ মাঝির মৃত্যু হয়।

খবরটি গ্রামে পৌঁছালে ফরিদাবাদ জুড়ে শোকের ছায়া নেমে আসে। নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, তার মেয়ে আকলিমা ও ছেলে শামিম কান্নায় ভেঙে পড়েছেন। তারা বলেন,‘আমাদের মা দীর্ঘদিন ধরে অসুস্থ। বাবাই ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী। চিকিৎসার আশায় ঢাকায় যাচ্ছিলেন। এখন আমরা নিঃস্ব।’

নিহতের ভাই আক্তার বলেন, ‘চিকিৎসার আশায় যাত্রা করা মানুষটি শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন। এটি শুধু দুটি লঞ্চের সংঘর্ষ নয়, এটি একটি গরিব জেলে পরিবারের জীবনের সঙ্গে নিয়তির ভয়াবহ সংঘর্ষ।’ তিনি নিহতের পরিবারের জন্য ক্ষতিপূরণ ও দোষীদের বিচারের দাবি জানান।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন,“দুর্ঘটনায় আহাম্মদপুর ইউনিয়নের হানিফ নামে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পরিবারের সার্বিক খোঁজখবর নেওয়া হচ্ছে।”

ছবি: মেঘনায় লঞ্চ সংঘর্ষে নিহত জেলে হানিফ মাঝির পরিবারের আহাজারি।

এম ফাহিম/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর