Logo

সারাদেশ

ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে হামলা, আহত ২৫

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

ফরিদপুর জিলা স্কুলে জেমসের কনসার্টে হামলা, আহত ২৫

ফরিদপুর জিলা স্কুলের গৌরবময় ১৮৫তম বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপনী দিনে সহিংস ঘটনার কারণে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী জেমস (নগর বাউল)-এর বহুল প্রতীক্ষিত কনসার্ট বাতিল করা হয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে জিলা স্কুলের ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী রয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ফরিদপুর জিলা স্কুল প্রাঙ্গণে জেমসের সংগীতানুষ্ঠান শুরুর কথা ছিল। তবে অনুষ্ঠান শুরুর ঠিক আগে বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দিলে একদল বিক্ষুব্ধ ব্যক্তি হঠাৎ ইট-পাটকেল নিক্ষেপ করে এবং মঞ্চ দখলের চেষ্টা চালায়। এতে মুহূর্তেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জিলা স্কুলের শিক্ষার্থীরা সংঘবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা সরে যেতে বাধ্য হয়। তবে এর আগেই ইটের আঘাতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও দর্শক আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে রাত আনুমানিক ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম মঞ্চ থেকে ঘোষণা দেন—উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের নির্দেশে জেমসের কনসার্ট বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের সংগীতানুষ্ঠানকে কেন্দ্র করে আমাদের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু হঠাৎ কী কারণে এবং কারা হামলা চালাল—তা এখনো স্পষ্ট নয়। ইটের আঘাতে আমাদের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসনের নির্দেশে অনুষ্ঠানটি বাতিল করতে বাধ্য হই।”

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুই দিনব্যাপী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বর্ষপূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়। শুক্রবার রাতে র‌্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেমসের ব্যান্ড পরিবেশনার মধ্য দিয়ে এ আয়োজনের বর্ণাঢ্য সমাপ্তি হওয়ার কথা ছিল।

ঐতিহাসিক ফরিদপুর জিলা স্কুল ব্রিটিশ শাসনামলে ১৮৪০ সালে সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। দীর্ঘ ১৮৫ বছর ধরে এই বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

অপূর্ব অসীম/আইএইচ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর